ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘শ্রমিক অধিকার রক্ষায় জনগণের সরকারের বিকল্প নেই’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, মে ১, ২০১৭
‘শ্রমিক অধিকার রক্ষায় জনগণের সরকারের বিকল্প নেই’ বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি: ডিএইচ বাদল

ঢাকা: শ্রমিকদের অধিকার রক্ষায় জনগণের সরকারের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহান মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত ৠালিতে তিনি মন্তব্য করেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার জনবিরোধী, দেশবিরোধী।

তারা জোর করে ক্ষমতায় টিকে আছে। এই সরকারকে বিদায় করে, শ্র্রমিক ভাইদের অধিকার রক্ষা করতে জনগনের সরকারের বিকল্প নেই। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে একত্রিত করে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। ‘শ্রমিক ঐক্য, জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ বলে স্রোগানও তোলেন তিনি।  
 
ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের পেক্ষিতে তিনি বলেন, আজকে তারা স্বীকার করে নিয়েছেন, যে তারা অবৈধ উপায়ে অর্থ উপাজর্ন করছে। তাদেরকে জোর করে হলেও ক্ষমতায় টিকে থাকতে হবে। আমি তার বক্তব্যের ধিক্কার জানাই।
 
শ্রমিকদের রাজনৈতিক সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মে দিবস শ্রমিকের রক্তে অর্জিত। শ্রমিকের অধিকার আদায়ের দিবস। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমাদের দেশে শ্রমিকদের অধিকার অর্জিত হয়নি। আজ সারা দেশে শ্রমিক‍‍রা বঞ্চিত। অধিকার আদায়ে শ্রমিকদের রাজনৈতিক সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে।
 

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ।

তার বক্তৃতার পর ওই এলাকায় বিশাল ৠালি বের করে শ্রমিক দল।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ০১, ২০১৭
এএম/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।