মাহে রমজানের দ্বিতীয় দিন সোমবার (২৯ মে) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশন প্রধানদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন তিনি।
ইফতারের ২৫ মিনিট আগে হোটেল ওয়েস্টিনের বলরুমে প্রবেশ করেন খালেদা জিয়া।
কূটনীতিকদের সম্মানে খালেদা আয়োজিত এ ইফতার পার্টিতে কোনো মঞ্চ বা ব্যানার ছিল না। নিজের জন্য নির্ধারিত টেবিলে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত, হাইকমিশনার, আর্জবিশপ ও মিশন প্রধানদের নিয়ে ইফতার করেন খালেদা জিয়া।
বাকি কূটনীতিকরা অন্য টেবিলগুলোতে বসে ইফতার করেন। যেখানে তাদেরকে সঙ্গ দেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর নাছির, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সুকোমল বড়ুয়া, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ বিএনপির শীর্ষ নেতারা।
কূটনীতিকদের জন্য আয়োজিত এ ইফতার মাহফিলে নাগরিক সমাজের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক প্রমুখ।
খালেদা জিয়ার ইফতার মাহফিলে অংশ নেওয়া কূটনীতিকদের মধ্যে ছিলেন-ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট, যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেক, ভারতের হাইকমিশণার হর্ষ বর্ধন শ্রীংলা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারি মাইদুন, ভ্যাটিক্যান সিটির প্রতিনিধি আর্জবিশপ জর্জ কোচেরি, তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিন ওজতার্ক, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল-শাহী, পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী প্রায় ৪০টি দেশের হাই কমিশনার, রাষ্ট্রদূত ও মিশন প্রধান খালেদা জিয়ার ইফতার পার্টিতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এজেড/বিএস