ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুস্থদের মধ্যে খাবার ও কাপড় বিতরণ খালেদার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, মে ৩০, ২০১৭
দুস্থদের মধ্যে খাবার ও কাপড় বিতরণ খালেদার একটি বুথে খাবার সামগ্রী বিতরণের পর গাড়িতে উঠছেন খালেদা জিয়া। ছবি: রানা

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ২৪টি পয়েন্টে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার সামগ্রী বিতরণ করছেন খালেদা জিয়া। 

মঙ্গলবার (৩০ মে) বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টারে স্থানীয় বিএনপির উদ্যোগে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার সামগ্রী বিতরণ শুরু করেন তিনি।  
 
কমিউনিটি সেন্টারের সামনে নির্মিত অস্থায়ী বুথে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নেমে দুস্থদের হাতে লুঙ্গি, শাড়ি, গেঞ্জি, চাল, ডাল ও মুড়ির প্যাকেট তুলে দেন খালেদা জিয়া।

 
 
এর পর সেখান থেকে কলাবাগান বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটপাতে নির্মিত অস্থায়ী বুথে যান খালেদা জিয়া। বৃষ্টির মাত্রা একটু বেশি থাকায় গাড়ি থেকে না নেমেই জানালা দিয়ে হাত বাড়িয়ে দুস্থদের মধ্যে খাবার সামগ্রী ও কাপড় বিতরণ করেন তিনি।  
 
সেখান থেকে আজিমপুরে ভিকারুন্নিসা নূন স্কুল, আজিমপুর বটতলা, আজিমপুর ছাপড়া মসজিদ, চকবাজার বালুর মাঠ, ওয়ারীর মদনলাল লেন ও বংশাল বিএনপির কার্যালয়ের সামনেও দুস্থদের মধ্যে খাবার সামগ্রী ও কাপড় বিতরণ করেন খালেদা জিয়া।  
 
দুপুর দেড়টায় এ নিউজ লেখার সময় নয়াবাজার অবস্থান করছিলেন বিএনপি প্রধান। দু’দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন মঙ্গলবার। বুধবারও (৩১ মে) ঢাকা মহানগর উত্তরে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার সামগ্রী বিতরণ করবেন খালেদা জিয়া।  
 
এ কর্মসূচিতে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবীব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির  সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।