ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মে ৩০, ২০১৭
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ততা।

স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশে বাকশাল কায়েম করেছিলো। তারা গণতন্ত্রের কবর রচনা করেছিলো। আর জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ অতীত থেকে শিক্ষা নেয়নি। ফলে তারা আবারও দেশে এক ধরনের বাকশাল কায়েম করেছে। অতীতের মতোই বাকশালী কায়দায় দেশ শাসন করছে। এ জন্য তাদের চড়ামূল্য দিতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, উপদেষ্টা মো. শোকরানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এমবিএইচ/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।