মঙ্গলবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই।
আসন্ন নির্বাচন হবে নির্দলীয় ও নিরপেক্ষ সহায়ক সরকারের অধিনে। সে নির্বাচনে জনগণ তাদের ইচ্ছেমতো জনপ্রতিনিধি নির্বাচন করবে। সেসব জনপ্রতিনিধিকে নিয়ে গঠিত হবে খালেদা জিয়ার সরকার। যদি তারা নির্দলীয় ও নিরপেক্ষ সহায়ক সরকার গঠনে অপারগ হয়, তবে যেভাবে প্রয়োজন সেভাবেই নির্দলীয় ও নিরপেক্ষ সহায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে। আর তা না হলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন আমান উল্লাহ।
এর আগে দলের প্রতিষ্ঠাতর মৃত্যু বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার প্রায় শতাধিক স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এসআই