ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলা দলকে এগিয়ে আসার আহবান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলা দলকে এগিয়ে আসার আহবান  গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলা দলকে এগিয়ে আসার আহবান। ছবি: বাংলানিউজ

বরিশাল: গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলা দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ‘না’ বলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলকে আরও শক্তিশালী হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা দেশের উন্নয়ন চাই, তাই বলে মানুষের বাক-স্বাধীনতা হরণ করে নয়, এমনকি গুম, অপহরণ আর গণতন্ত্র ধ্বংস করে নয়।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে মহিলা দলের উত্তর জেলা কমিটির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মজিবর রহমান সরোয়ার বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী মহিলা দলকে শক্তিশালী ভূমিকায় থেকে কাজ করতে হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারিতে কীভাবে নির্বাচন হয়েছে তা দেশের মানুষ জানে, নারী ভোটাররা কেন্দ্রে ভোট দিতে যায়নি। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আজ ক্ষমতায় বসে আছে। আগামী নির্বাচনে নারীদের ভোট দেওয়ার অধিকার আদায় করার জন্য আন্দোলন সংগ্রামসহ অতন্দ্র প্রহরী হিসেবে মহিলা দলকে দায়িত্ব পালন করতে হবে।

বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি তাসলিমা বেগমের সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় সহ-সভাপতি জেবা আহমেদ খান, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান।

বরিশাল উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শায়লা শারমিনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।