ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরতালের প্রভাব নেই সাভার-আশুলিয়া সড়কে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
হরতালের প্রভাব নেই সাভার-আশুলিয়া সড়কে হরতালের প্রভাব নেই সাভার-আশুলিয়া সড়কে

সাভার (ঢাকা): জামায়াত ইসলামীর আমির মকবুল আহমাদ এবং সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ শীর্ষ ৮ নেতাকে গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি সাভার-আশুলিয়া সড়কে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকেই সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক এবং আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক দিনের মতোই।

এছাড়া আশুলিয়া শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানা খোলা রয়েছে।

কারখানাগুলোতে শ্রমিক উপস্থিতিও রয়েছে স্বাভাবিক। স্কুল-কলেজ, ব্যাংকসহ সকল অফিস খোলা রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ভর্তি পরীক্ষা। এর প্রভাবে ঢাকা আরিচা মহাসড়কসহ এর আশপাশের রাস্তা গুলোতে যানবাহনের চাপ রয়েছে চোখে পড়ার মতো।  

সাভার-আশুলিয়া জামায়াতের ডাকা হরতালের প্রভাব মুক্ত থাকলেও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়ক-মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। কেউ কোনো প্রকার অরাজকতা তৈরি করতে চাইলে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। সেই সঙ্গে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলেও বাংলানিউজকে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (সাভার সার্কেল) খোরশেদ আলম।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।