ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না'গঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
না'গঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা না'গঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।  জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বন্দর রূপালী এলাকায় মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। 

মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রানা মুজিব জানান, জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আনন্দ র‌্যালি ও সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের অনুমতি নিয়ে গড়িমসি হওয়ায় বন্দর থানা যুবদলের উদ্যোগে র‌্যালি বের করা হয়।

এতেও পুলিশের বাধার মুখে পড়তে হয়।

তিনি জানান, বন্দর স্কুল ঘাট থেকে ফেষ্টুন ও প্রতিষ্ঠাবার্ষিকীর গেঞ্জি পড়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে রূপালী এলাকা হয়ে বন্দর ফায়ার সার্ভিস অতিক্রম করার সময় বন্দর থানা পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বাক-বিতন্ডা হলে সেখানেই সমাবেশ করা হয়।

সমাবেশে যুবদলের আহবায়ক খোরশেদ বলেন, পুলিশ জালিম সরকারের নির্দেশনায় বিএনপি যুবদলসহ অঙ্গ সংগঠনের সকল কর্মসূচিতে বাধা দিচ্ছে। জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যুবদল রাজপথে আছে, থাকবে। নেত্রী যে আন্দোলনের ঘোষণা দেবেন সে আন্দোলনে অবৈধ সরকারের পতনের জন্য যুবদল রাজপথে থাকবে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন-  নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান, জুয়েল রানা, রানা মুজিব, আকতার হোসেন খোকন শাহ, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আলী আহম্মদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।