ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাংবাদিকদের ওপর হামলায় খালেদার নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
সাংবাদিকদের ওপর হামলায় খালেদার নিন্দা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গাড়ি বহরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে এ ঘটনায় আহতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। 

শনিবার (২৮ অক্টোবর) রাতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।  

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেন, গাড়ি বহরে জনতার ঢল দেখে হিতাহিত জ্ঞান ভুলে নৈরাজ্যের পথ বেছে নিয়েছে সরকার।

এ জন্য তাদের দলের কর্মীরা এ হামলা চালিয়েছে।  

কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করতে শনিবার চট্টগ্রাম যাচ্ছেন খালেদা জিয়া। ফেনী পার হওয়ার সময় তার বহরে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।  

রোববার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।