ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ডিজিটাল বাংলাদেশ গড়তে সৃষ্টিশীল যুবকরাই ভূমিকা রাখবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
‘ডিজিটাল বাংলাদেশ গড়তে সৃষ্টিশীল যুবকরাই ভূমিকা রাখবে’ বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ছবি: অনিক খান

ময়মনসিংহ: ডিজিটাল বাংলাদেশ গড়তে সৃষ্টিশীল যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।

‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্যকে ধারণ করে ফুলবাড়িয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়।

এ উপলক্ষে বুধবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

অ্যাডভোকেট মোসলেম উদ্দিন বলেন, যুবকদের নেতৃত্ব বিকাশ ও কর্মক্ষম যুব সমাজ সৃষ্টিতে সরকার সব ধরণের উদ্যোগ নিয়েছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে সরকার যুগোপযোগী জাতীয় যুবনীতি প্রণয়ণ করেছে।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান, পৌরসভার মেয়র মো. গোলাম কিবরিয়া, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম।

পরে ৪ যুবকের মাঝে স্থানীয় সংসদ সদস্য যুব ঋণের চেক বিতরণ করেন।

বাংলাদেশ সময় ১৬৫৯ ঘন্টা, নভেম্বর ০১, ২০১৭
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।