ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার বহরে হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
খালেদার বহরে হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি):  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) দুপুরে পুরান ঢাকায় এ কর্মসূচি পালিত হয়।  

ছাত্রদল জবি শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের গণসংযোগ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা, সহ-সভাপতি খলিলুর রহমান, এ কে এম খালিদ শুভ,এস এম আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সাখাওয়াত হোসেন, আসাদুজ্জামান আসলাম, মো. আলী হাওলাদার, আবুল খায়ের ফরাজি, ওমর ফারুক হিমেল, মিজানুর রহমান শরীফ, সালাউদ্দিন, ইব্রাহিম কবির মিঠু, ইমরান হোসেন পলাশ প্রমুখ।

 

সমাবেশ সঞ্চালনা করেন জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লব।  

এর আগে ঢাকা সিএমএম কোর্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেটি রায়সাহেব বাজার হয়ে নয়াবাজার মোড়ে  গিয়ে শেষ হয়।  
 
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
ডিআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।