ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার স্থায়ী জামিন আবেদন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
খালেদার স্থায়ী জামিন আবেদন  আলিয়া মাদরাসার বিশেষ আদালতে খালেদা জিয়া/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষের আনইজীবীরা অন্তর্বর্তী জামিনের মেয়াদ ধার্য তারিখ পর্যন্ত বহাল রাখার আবেদন জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ১১টা ২৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত হলে বিচারিক কার্যক্রম শুরু হয়। এসময় তার আইনজীবীরা স্থায়ী জামিন আবেদন করেন।

 

আইনজীবীরা অন্তর্বর্তী জামিনের মেয়াদ ধার্য তারিখ পর্যন্ত না দিয়ে বেশি মেয়াদ দেওয়ার আবেদন করেন।

জামিন আবেদনের সময় খালেদার আইনজীবী জয়নুল আবেদীন জানান, খালেদা জিয়া এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী। তিনি পালিয়ে যাওয়ার মতো নেত্রী নন। তিনি কখনো আদালতের মিস ইউজ করেননি। চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। পূর্ণ চিকিৎসা করতে পারেননি। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হাজিরা দেওয়ার জন্য দেশে ফিরেছেন।

আদালতের প্রতি আমাদের আবেদন, সব বিষয় বিবেচনা করে আদালত যেন মামলার জামিন স্থায়ী করেন।  

খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পর অন্তর্বর্তী জামিনের মেয়াদ ধার্য তারিখ পর্যন্ত বহাল রাখার আবেদন জানান রাষ্ট্রপক্ষের আনইজীবীরা। তাদের দাবি, খালেদা জিয়া আদালতের আদেশের মিস ইউজ করেছেন।  

***আদালতে খালেদা জিয়া 
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।