ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে সাবেক রাষ্ট্রপতির জানাজা বাদ জোহর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
নয়াপল্টনে সাবেক রাষ্ট্রপতির জানাজা বাদ জোহর

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের দ্বিতীয় জানাজা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টার পরিবর্তে বাদ জোহর অনুষ্ঠিত হবে। 

বরিশাল থেকে মরদেহ ঢাকায় পৌঁছাতে বিলম্ব হওয়ায় জানাজার সময় পরিবর্তন করা হয়।  

বরিশাল জেলা স্কুল মাঠে রাষ্ট্রপতির প্রথম জানাজা সকাল সাড়ে ৯টায় হওয়ার কথা থাকলেও বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।

 
যার ফলে সব জানাজার সময় পেছানো হয়েছে।  

সময় পরিবর্তনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।  

শনিবার (০৪ নভেম্বর) আদ জোহর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় জানাজা শেষ তৃতীয় জানাজার জন্য হাইকোর্টে নেওয়া হবে। সেখানে বেলা ২টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।  

হাইকোর্টে জানাজা শেষে বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায়, বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত হবেন সাবেক এ রাষ্ট্রপতি।  

শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

আব্দুর রহমান বিশ্বাস বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বনানীর বাসভবন থেকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর আব্দুর রহমান বিশ্বাসকে ১১তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে। ১৯৯৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি।

নয়াপল্টন দলীয় কার্যালয়ে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।