ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আব্দুর রহমান বিশ্বাসের দাফন সম্পন্ন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
আব্দুর রহমান বিশ্বাসের দাফন সম্পন্ন 

ঢাকা: আজাদ মসজিদে পঞ্চম জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।   

এর আগে সকালে বরিশাল জিলা স্কুল মাঠে প্রথম জানাজা ও পরে পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও তৃতীয় জানাজা হাইকোর্ট প্রাঙ্গণে বিকেল ৩টা ১০ মিনিটে, চতুর্থ ৩টা ৫৫ মিনিটে সংসদ ভবনের উত্তর প্লাজায় সম্পন্ন হয়েছে। এরপর মরদেহ গুলশান আজাদ মসজিদে নেওয়া হয়।

সেখানে বাদ আসর শেষ  জানাজা অনুষ্ঠিত হয়।  

শুক্রবার (০৩ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুর রহমান বিশ্বাস। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৯১ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে সেই সংসদ আব্দুর রহমান বিশ্বাসকে ১১তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে। ১৯৯৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।