ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাহমুদুর রহমানের বিরুদ্ধে ২৩ মামলা চলবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
মাহমুদুর রহমানের বিরুদ্ধে ২৩ মামলা চলবে

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশের অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা ২৩ মামলা বাতিলে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ওইসব মামলার ওপর থেকে আগের দেওয়া স্থগিতাদেশও তুলে নিয়েছেন আদালত। ফলে এসব মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

রোববার (০৫ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল সূচিরা হোসাইন। মামলার বাদী পক্ষে ছিলেন আইনজীবী মো. রফিকুল ইসলাম ফারুক।

এসব মামলার এক বাদী হলেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা শেখ শহিদ হোসেন। তিনি জানান, ২০০৯ সালের ১৭ ডিসেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিনা দরপত্রে শেভরনকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ৫ মিলিয়ন ডলার লাভ করেন মর্মে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রকাশ করে।

ওই সংবাদ প্রকাশের পর আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের বিভিন্ন পর‌্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন জেলায় মামলা করে। এর মধ্যে চট্টগ্রাম আদালতে মানহানির মামলা করেন শেখ শহিদ।

শেখ শহিদ আরও বলেন, এসব মামলার বিরুদ্ধে ২০১০ সালে হাইকোর্টে আবেদনের পর মামলার কার‌্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন আদালত। এরপর রোববার (০৫ নভেম্বর) রুল খারিজ করে দেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা,নভেম্বর ০৫,২০১৭
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।