ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া আদালতকে হেনস্তা করছেন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
খালেদা জিয়া আদালতকে হেনস্তা করছেন 

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের আইন ও আদালতকে হেনস্তা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (০৬ নভেম্বর)  ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে 'বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, আমাদের স্বাধীনতা ও বর্তমান বিশ্বে বাংলাদেশ'  শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

 

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া অভিযোগ করে বলেন তাকে নাকি আদালত হেনস্তা করছে। আমি বলবো আদালত নয় তিনিই উল্টো দেশের আইন-আদালতকে হেনস্তা করছেন। খালেদা জিয়া সর্বমোট ১৫০ বার বিচার কাজ বন্ধ ও আদালত পরিবর্তনের জন্য দরখাস্ত করেছেন। এতেই বুঝা যায় তিনি যে আইন ও আদালতকে হেনস্তা করছেন।

বিএনপির সিনিয়র ‍যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভীর আহমেদের প্রধান বিচারপতিকে নিয়ে করা বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, প্রধান বিচারপতিকে নিয়ে তিনি বিভিন্ন সময় নানা বক্তব্য দিচ্ছেন। তার এই বক্তব্য থেকে বুঝা যায় প্রধান বিচারপতিকে নিয়ে বিএনপি সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করেছিলো। আমি মনে করি এসব ষড়যন্ত্রের বিচার হওয়া প্রয়োজন।

তিনি বলেন, জিয়াউর রহমান জীবিত থাকতে কোনোদিন দাবি করেনি তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। কিন্তু তার মৃত্যুর পর তার দলের নেতারা এই দাবি করছেন।

পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার জন্য তাদের বিচার হওয়া প্রয়োজন আছে বলেও তিনি জানান।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি অ্যাড. মো. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-  আওয়ামী লীগ নেতা অ্যাড. বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী সদস্য মিনহাজ উদ্দিন মিন্টু ও শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান আতিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমএসি/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।