ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ীতে বিএনপির ৪২ নেতাকর্মীর খালাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
রাজবাড়ীতে বিএনপির ৪২ নেতাকর্মীর খালাস

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পেট্রোল পাম্পে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলায় উপজেলা বিএনপির ৪২ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত-১ এর বিচারক মো. আরিফুজ্জামান এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মার্চ বালিয়াকান্দি উপজেলা শহরের ভাই ভাই পেট্রোল পাম্পে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নায়েব আলী বিএনপির ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার এ মামলায় অভিযুক্ত ৪২ নেতাকর্মীকেই খালাস দেন বিচারক।

খালাসপ্রাপ্ত উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু বাংলানিউজকে বলেন, হয়রানি করতে তাদের বিরুদ্ধে এ মিথ্যা মামলাটি দায়ের করা হয়। দেরিতে হলেও মামলার রায় সঠিক হওয়াতে তারা সবাই খুশি।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।