ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকা-চট্টগ্রাম রুটে শিগগিরই বুলেট ট্রেন চালু করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
ঢাকা-চট্টগ্রাম রুটে শিগগিরই বুলেট ট্রেন চালু করা হবে রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি

কুমিল্লা: রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, শিগগিরই ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা মহানগরের একটি রেস্টুরেন্টে কুমিল্লার আয়কর দাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী এসময় বলেন, রেল সেবার মানোন্নয়নে সরকার ১৬ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে।

তারই অংশ হিসেবে রাজধানীতে মেট্রোরেল সার্ভিসের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই কাজ শুরু হয়েছে। শিগগিরই তা বাস্তবায়নের কাজ শুরু হবে।

অনুষ্ঠানে কুমিল্লার রাজনীতিবিদ অধ্যক্ষ আফজল খানের হাতে কর বাহাদুর পরিবারের সম্মাননা তুলে দেন মন্ত্রী।

এছাড়া কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার নির্বাচিত সেরা করদাতাসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ ছয় জেলার ছয়জন কর বাহাদুরসহ ৫৫ জন শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা দেয়া হয় এসময়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার ড. সামস্ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার কুমিল্লার আঞ্চলিক পরিচালক মো. আসাদ উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।