ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা সিরিয়াল মিথ্যাবাদী: নাসিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
খালেদা সিরিয়াল মিথ্যাবাদী: নাসিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিরিয়াল মিথ্যাবাদী হিসেবে আখ্যা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, খালেদা জিয়া একজন সিরিয়াল মিথ্যাবাদী। রোহিঙ্গা ঢলের তিন মাস পর কক্সবাজারে গিয়ে তিনি (খালেদা জিয়া) সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন।

রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও স্বাস্থ্যসেবা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ‘মাদার অব হিউম্যানিটি’ সম্মানে ভূষিত হলেও তিনি তা চোখে দেখেন না। এ মিথ্যাচারের জবাব আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে এদেশের জনগণ তাকে দেবে।

বুধবার (০৮ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়িতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সভায় নাসিম এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে সভার প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘সংবিধানের বাইরে আমরা যাবো না, এটা নিয়ে কথা বলে লাভ নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী; প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। এর জন্য অহেতুক মাঠ গরম করবেন না। ১০ বছর আগে যা হয়েছে এখন আর তা হবে না।

বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, নির্বাচনকালীন সরকার বা তত্ত্ববাধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কোনো লাভ হবে না। অন্দোলনের নামে জ্বালাও-পোড়াও হরতাল এ দেশের জনগণ প্রতিহত করবে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা।

এ সময় অন্যদের মধ্যে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) মহাপরিচালক রওনক জাহান, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল প্রমুখ বক্তব্য দেন।  

এর আগে দুপুরে উপজেলা পরিষদে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার ১৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সার-বীজ বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।