ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ওয়ার্কার্স পার্টির ৭ দফা দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
ওয়ার্কার্স পার্টির ৭ দফা দাবিতে মানববন্ধন ওয়ার্কার্স পার্টির ৭ দফা দাবিতে মানববন্ধন

ঝালকাঠি: ঝালকাঠিতে সাত দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঝালকাঠি জেলা শাখার নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবার দাবি সংবলিত স্মারকলিপি দেন সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রিন্টু, বাংলাদেশ নারী মুক্তি সংসদের নেত্রী জেলা আহ্বায়ক প্রিয়াংকা ঘোষ, রিংকু দে, শিরিন সুলতানা প্রমুখ।

দাবিগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংগতি রেখে চাষাবাদযোগ্য কৃষি নিয়ে গবেষণার জন্য ‘আমড়া ও পেয়ারা চাষ গবেষণা ইনস্টিউট’ প্রতিষ্ঠা করা অন্যতম।

বাংলা‌দেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।