ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ময়মনসিংহে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ময়মনসিংহে যুবলীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, ছবি- অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহের যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও টিচার্স ট্রেনিং কলেজের ভিপি রাসেল পাঠানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবলীগের একাংশ।

রোববার (১২ নভেম্বর) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।

মহানগর যুবলীগের সদস্য শাহ আলমগীর জয়, রেদোয়ান সরকার রিফাত ও আশরাফুজ্জামান মিলন এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির ইউনুস বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী, সোহেল হোসেন, নাসির, রানা, নয়ন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতার ওপর হামলার ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হীন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এ মামলায় ফাঁসানোর অপচেষ্টা চলছে।

অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।