ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আক্রোশ নয়, রাজনৈতিক বক্তব্য দিয়েছেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
আক্রোশ নয়, রাজনৈতিক বক্তব্য দিয়েছেন খালেদা আলোচনা সভায় নজরুল ইসলাম খান/ছবি: বাদল

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় খালেদা জিয়া কোনো আক্রোশ নয়, বরং রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।  

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

 

নজরুল ইসলাম বলেন, জনগণের উপর ভরসা থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে চ্যালেঞ্জ খালেদা জিয়া দিয়েছেন তা গ্রহণ করুন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে দাবি খালেদা জিয়া জানিয়েছেন তা জনগণের দাবি। প্রয়োজনে সংবিধানের সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল হক রিপনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।