ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান নিয়েছে আ’লীগ নেতাকর্মীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান নিয়েছে আ’লীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউতে নেতাকর্মীদের অবস্থান/ছবি: বাংলানিউজ

ঢাকা: খালেদার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান নিয়েছে দলের নেতাকর্মীরা। তারা থেমে থেমে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকেই এখানে নেতাকর্মীরা অবস্থান নেওয়া শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মীদের উপস্থিতি বাড়ছে।

কর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ের নামনে আসছে।

রায়ের কারণে রাজধানী সব সড়কেই যান চলাচল সীমিত রয়েছে। এর মধ্যে মোটরসাইকেল নিয়ে রাস্তায় মহড়া দিতেও দেখা যাচ্ছে ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের। ৯টার দিকে জিরো পয়েণ্ট থেকে ২০/২৫ মোটর সাইকেল নিয়ে আওয়মী লীগের কর্মীরা পল্টন হয়ে কাকরাইলের দিকে যায়। এরপর পরই অরেকটি মোটরসাইকেল বহর আসে বঙ্গবন্ধু এভিনিউয়ে। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া নেতাকর্মীরা তাদের স্লোগান দিয়ে স্বাগত জানান। যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংহঠনের কর্সীরা অবস্থান নিয়েছে।

জিরো পয়েন্ট থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার এলাকায় থেমে থেকে খণ্ড খণ্ড হয়ে মিছিল করছে তারা।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।