বুধবার (৭ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে সিলেট মহানগরীর ৩৮ জন এবং জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বাংলানিউজকে বলেন, সিলেট মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে কোতোয়ালি মডেল থানা পুলিশ ৩৮ জনকে আটক করেছে। আটকরা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মী।
এছাড়া সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার বাংলানিউজকে বলেন, সব ক’টি থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপির অঙ্গসংগঠন এবং জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
এদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সিলেটে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি বিবেচনায় ৬ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
তিনি বলেন, সিলেট মহানগর এলাকায় ৪ প্লাটুন ও জেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রায়কে কেন্দ্র করে সিলেটের রাজপথে নেমেছে পুলিশের রায়াট কার (এপিসি)। নগরীর মোড়ে মোড়ে রয়েছে পুলিশের অবস্থান। তল্লাশি চালানো হচ্ছে যানবাহনে। রায়কে কেন্দ্র করে মানুষের মধ্যে কৌতুহল বিরাজ করছে। তবে নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া আওয়ামী লীগে নেতারা সিলেট জেলা পরিষদে অবস্থান করছেন এবং জেলা পরিষদের বাইরে অবস্থান নিয়েছেন দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন বাংলানিউজকে বলেন, খালেদার রায়কে কেন্দ্র করে কোনো কর্মসূচি নেওয়া হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নেতারা একত্রিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এনইউ/আরআইএস/