বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোডে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হাবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় কামাল (৩০) ও জয়নাল (২৮) নামে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে, স্থানীয়রা জানায়, সড়কের হাবিবনগর এলাকায় সকাল থেকে বিবদমান দু’টি পক্ষের একপক্ষের লোকজন অবস্থান করছিল। পরে এর ৫০০ গজের মধ্যে অপরপক্ষের লোকজনও অবস্থান নিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ উভয়পক্ষকে ধাওয়া করলে পুলিশের সঙ্গে তারা কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ প্রায় পাঁচ শতাধিক টিয়ারশেল ও শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাংবাদিক, পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। এদের মধ্যে সুমনসহ গুলিবিদ্ধ ওই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে সুমনের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক আহাম্মেদ জানান, এখানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ফের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসআই