বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১১ মিনিটে বিচারক এজলাসে প্রবেশ করেন এবং রায় পড়া শুরু করেন।
শুরুতে তিনি ৬৬২ পৃষ্ঠার রায় বলে জানান।
এর আগে দুপুর ১টা ৫২ মিনিটে খালেদা জিয়া বকশীবাজার কারা অধিদপ্তেরর প্যারেড মাঠে বিশেষ জজ আদালত-৫ এর এজলাসে উপস্থিত হন।
এর আগে রায় শুনতে বকশীবাজার বিশেষ আদালতে উপস্থিত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন এজলাসে প্রবেশ করেন।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রেজাক খান, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, মাহবুব উদ্দিন খোকন, শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, আমিনুল ইসলাম, মীর নাসির হোসেন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, মির্জা আল মাহমুদ, মহসিন মিয়া, ইকবাল হোসেন, ওমর ফারুক ফারুকী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত আছেন।
এছাড়া দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল, আব্দুস সালাম, রফিকুল ইসলাম বেনু, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবু, আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত আছেন।
এজলাসে খালেদা, দেখা করলেন ফখরুলসহ ৪ বিএনপি নেতা
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমআই/এএম/এএ