বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে নিজের গাড়িতে রওয়ানা হয়ে দুপুর পৌনে ২টার দিকে বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত পৌঁছান বিএনপি চেয়ারপারসন।
দুপুর আড়াইটার দিকে বিশেষ জজ ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন।
রায়ের পর আদালত থেকে সাদা রঙের একটি প্রাইভেটকারে খালেদাকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে নেওয়া হয়েছে। আপাতত সেখানেই থাকবেন তিনি।
যে গাড়ির বহর নিয়ে খালেদা কোর্টে যান, সেই গাড়ি ও বহরে থাকা একটি অ্যাম্বুলেন্সসহ সাতটি গাড়ি বিকেল ৩টা ৫০ মিনিটে ফিরোজায় ফেরে। বহরে থাকা সবাই ফিরলেন, ফিরলেন না শুধু খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএইচ/এএ