ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ফিরোজা’য় ফিরলো খালেদার খালি গাড়ি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
‘ফিরোজা’য় ফিরলো খালেদার খালি গাড়ি খালেদার গুলশান বাসভবনের সামনে দাঁড়িয়ে থাকা খালি গাড়ি/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরেছে তার বহরে থাকা সাতটি গাড়ি। অন্য গাড়িতে খালেদার ব্যক্তিগত নিরপত্তাকর্মীরা ফিরলেও তার নিজের ব্যবহৃত গাড়িটি ফিরেছে খালি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে নিজের গাড়িতে রওয়ানা হয়ে দুপুর পৌনে ২টার দিকে বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

দুপুর আড়াইটার দিকে বিশেষ জজ ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন।

রায়ে খালেদা ৫ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড ও আর্থিক দণ্ড দেন আদালত।

রায়ের পর আদালত থেকে সাদা রঙের একটি প্রাইভেটকারে খালেদাকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে নেওয়া হয়েছে। আপাতত সেখানেই থাকবেন তিনি।

যে গাড়ির বহর নিয়ে খালেদা কোর্টে যান, সেই গাড়ি ও বহরে থাকা একটি অ্যাম্বুলেন্সসহ সাতটি গাড়ি বিকেল ৩টা ৫০ মিনিটে ফিরোজায় ফেরে। বহরে থাকা সবাই ফিরলেন, ফিরলেন না শুধু খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।