ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
বাগেরহাটে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ আটক ৫

বাগেরহাট: বাগেরহাটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে মিছিলের প্রস্তুতিকালে ৪ আইনজীবীসহ জাতীয়তাবাদী দলের  (বিএনপি) ৫ নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শহরের লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক নেতারা হলেন-জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ আলতাফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. আছাদুজ্জামান আছাদ, আইন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. আনিসুর রহমান, মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন কবির খান ও জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. লোকমান হোসেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, মিছিলের প্রস্তুতি নিলে বিশৃঙ্খলা এড়াতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি এমএ ছালাম বলেন, আন্দোলন সংগ্রামকে দমিয়ে রাখতে নেতাদের আটক করা হয়েছে। অতিদ্রুত তাদের মুক্তির দাবি জানান এ নেতা।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।