ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমরা চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
আমরা চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া

ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, সাধারণ নাগরিক হিসেবে আমরা চাইবো সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘হিজড়া’ জনগোষ্ঠির একটি বিউটি পার্লার উদ্বোধন করতে এসে এ কথা বলেন তিনি।

জেলা পুলিশের সহযোগিতায় শহরের পুরাতন জেল রোডের পুলিশ ভবন মার্কেটে উত্তরণ-৩ নামে একটি বিউটি পার্লার খোলা হয়েছে।

হিজড়ারা এ পার্লার পরিচালনা করবেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফজলে রাব্বি মিয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ নেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন-নেছা বাপ্পি, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।