ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রেসক্লাবে বিএনপির অনশনে টান টান উত্তেজনা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
প্রেসক্লাবে বিএনপির অনশনে টান টান উত্তেজনা পুলিশি বেষ্টনীতে বিএনপির অনশন চলছে/ছবি: ডিএইচ বাদল

ঢাকা: দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড কেন্দ্র করে দলটির পূর্বঘোষিত অনশন কর্মসূচিতে নেতা-কর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি থেকে দলটির এক কর্মীকে পুলিশ আটক করতে গেলে এ উত্তেজনা সৃষ্টি হয়।

অনশনস্থলে বিএনপির নেতা-কর্মীরা রাস্তা বন্ধ করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন।

এসময় সন্দেহভাজন নেতা-কর্মীদের পুলিশ আটক করতে গেলে বাকবিতণ্ডা হয়।

পরে অবশ্য পুলিশ ওই কর্মীকে ছেড়ে দেয়। তবে পুলিশের একাধিক ঊর্ধ্বতন সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তা বন্ধ করে বিএনপিকে আর বেশিক্ষণ অনশন চাআতে দেওয়া হবে না। কারণ এই অনশনের কারণে অনেক মানুষ রাস্তায় দুর্ভোগ পোহাছে।

আর বিষয়টি বুঝতে পেরে বিএনপির নেতারাও নড়েচড়ে বসেছেন। পুলিশকে হুঁশিয়ারি করে বক্তব্য দিচ্ছেন।  

সকাল ১০টায় কর্মসূচি শুরু হওয়ার পর থেকে দফায় দফায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যেও বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

খালেদার মুক্তির দাবিতে অনশনে বিএনপি

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
আরএম/এমএসি/এমএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।