ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল

ব্রাহ্মণবাড়িয়া: স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। সেটা রাজনৈতিক হোক বা সামাজিক হোক। অনুমতি দেওয়ার সময় আমাদের আবেদন থাকে যাতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে করা হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা হুমায়ূন কবিরের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি-২ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২২ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি সভা সমাবেশের উপর ডিএমপি কমিশনার যে নিষেধাজ্ঞা জারি করেছে তা এখনো প্রত্যাহার হয়নি।

সেটা প্রত্যাহার হলে কোথায় সমাবেশ করলে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে না তা পুলিশ কমিশনার স্থির করবেন।

তিনি বলেন, স্থান নির্ধারণ করবেন ডিএমপি কমিশনার।

পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকাদির চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।