ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা-তারেক এতিমের টাকা চুরি করেছেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
খালেদা-তারেক এতিমের টাকা চুরি করেছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‌‌‘হাওয়া ভবনের নামে খালেদা-তারেক দেশের সম্পদ লুট করেছে। এতিমের টাকা চুরি করেছেন। এখন চুরির মামলায় সাজা মাথায় নিয়ে খালেদা কারাগারে আছেন।’

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ডাকবাংলো মাঠে জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির প্রয়োজনে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি।

জাসদ সারাদেশে রয়েছে। নীতির কারণেই আমরা আওয়ামী লীগের সঙ্গে আছি, থাকবো। ২০০৮ সালে চক্রান্তকারীদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করতেই মহাজোট গঠন করা হয়েছে। দেশের বিরুদ্ধে এখনও চক্রান্ত চলছে। এ চক্রান্তের অন্ধকারের নেত্রী খালেদা। ’  

গত বছরের ৫ জানুয়ারি ১০ম সংসদ নির্বাচনের আগে ও পরে দেশব্যাপী তাণ্ডবের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘এবার ৫ জানুয়ারির মতো বিএনপি-জামায়াতকে সে তাণ্ডব-মানুষ হত্যার রাজনীতি করতে দেওয়া হবে না। ’

আগামী নির্বাচনে খালেদার অংশগ্রহণ নিয়ে ইনু বলেন, ‘আদালত ঠিক করবে খালেদার ভাগ্য। ওনার বিরুদ্ধে আরও অনেক মামলা আছে। আদালতের বারান্দায় এসব মামলা তাকে নিষ্পত্তি করতে হবে। আদালত যদি ভোট করতে বলে, তিনি ভোট করতে পারবেন। আর যদি আদালত ভোট করতে অযোগ্য ঘোষণা করে, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। তাই বিজ্ঞ আদালতেই ঠিক হবে খালেদার ভাগ্য। ’

হাতীবান্ধা উপজেলা জাসদের সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইমামুল ইসলাম, লালমনিরহাট জেলা জাসদ’র সাধারণ সম্পাদক মাহফুজ সাজু, দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নীলফামারীর সভাপতি আজিজুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বজলার রহমান বজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।