ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অযোগ্য বিবেচিত হলে খালেদা জিয়াকে বাদ দিয়েই নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
অযোগ্য বিবেচিত হলে খালেদা জিয়াকে বাদ দিয়েই নির্বাচন

কুষ্টিয়া: খালেদা জিয়াকে বাদ দিয়ে আগামী নির্বাচন হবে না, এসব যারা বলছেন তাদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ীই হবে। খালেদা জিয়া নির্বাচনের অযোগ্য হলে তাকে বাদ দিয়েই নির্বাচন হবে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়ায় পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় আন্দোলন সংগ্রাম করেও খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, খালেদা জিয়া ইতোমধ্যেই এতিমদের টাকা আত্মসাতের দায়ে দণ্ডিত হয়েছেন। দণ্ড স্থগিত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। ফলে খালেদা জিয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভবনা খুবই কম। আইনি প্রক্রিয়া ছাড়া এ নির্বাচনে যাওয়ার সুযোগ নেই তার। বিএনপি এ বিপর্যয়ের মধ্যে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে নেতাকর্মীদের চাঙ্গা করছেন।


এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।