ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশের মালিক জনগণ, তারা জেগে উঠলে চোর পালাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
দেশের মালিক জনগণ, তারা জেগে উঠলে চোর পালাবে সভায় বক্তব্য ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী/ ছবি: বাংলানিউজ

কক্সবাজার: বিকল্প ধারার চেয়ারম্যান ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশের মালিক যে জনগণ সেটাই তারা ভুলে গেছে। যার সুবাদে চোররা দেশের মালিক বনে গেছে। তাই মালিকরা জেগে উঠলেই চোর পালিয়ে যাবে।

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বিকল্প ধারা বাংলাদেশের উদ্যোগে যুক্তফ্রন্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র নামে থাকলেও কাজে নেই, সাধারণ মানুষ কখন ভোট দিয়েছেন সেটা ভুলে গেছেন।

এখন নতুন করে ভোট দেওয়ার প্রক্রিয়া শিখতে হবে।

তিনি বলেন, সরকারি দলের নেতাদের লুটপাটের কারণে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে। সবচেয়ে ভয়ঙ্কার হচ্ছে কোনো মানুষ কথা বলতে চাইলেই গুম হয়ে যাচ্ছে। দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় থাকার লালসা ছাড়ছে না। এভাবে চলতে দেওয়া যায় না। মানুষকে জেগে উঠতে হবে তাহলেই মুক্তিযুদ্ধের আসল স্বপ্ন বাস্তবায়ন হবে।

বিকল্প ধারার কক্সবাজার জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিকল্প ধারার মহাসচিব মেজর আবদুল মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ।

সভায় সঞ্চালনা করেন বিকল্প ধারার কক্সবাজার জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।