ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে আজাদ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ-মানববন্ধন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ময়মনসিংহে আজাদ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ-মানববন্ধন 

ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ আলম শেখ আজাদ ওরফে আজাদ শেখ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী ও তার স্বজনেরা। 

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে শহরের গাঙ্গিনারপাড় মোড় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন নিহত আজাদের স্ত্রী দিলরুবা আক্তার, বড় ভাই সালাহ উদ্দিন শেখ, আব্দুল মান্নান, যুবলীগকর্মী শাব্বির শেখ, মাইনুল ইসলাম মিলন, রাপেল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও পুলিশ মামলা নেয়নি। মামলার আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ মামলা নিচ্ছে না এবং আসামিদেরও গ্রেফতার করছে না। দ্রুত মামলা না নিলে এবং আসামিদের গ্রেফতার না করলে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়ভার পুলিশকেই নিতে হবে।

প্রসঙ্গত, শহরতলী আকুয়া মোড়লপাড়া এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩১ জুলাই মহানগর যুবলীগের সদস্য আজাদ শেখকে গুলি, দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।  

এই মামলা বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইনটেলিজ্যান্স ও কমিউনিটি পুলিশিং) মুশফিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮ 
এমএএএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।