বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ জারি বলবৎ থাকবে।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালাম মিয়া বাংলানিউজকে জানান, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার উপজেলার নলীন মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করেন। অপরদিকে, একই মাঠে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের নেতাকর্মীরা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের ফাঁসির দাবিতে জনসভা ও বিক্ষোভ মিছিলের ডাক দেন। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বিশৃঙ্খলা এড়াতে ওই বিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এসআই