ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঐক্যফ্রন্টে অবস্থান সোমবার জানাবেন কাদের সিদ্দিকী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
ঐক্যফ্রন্টে অবস্থান সোমবার জানাবেন কাদের সিদ্দিকী বক্তব্য দিচ্ছেন কাদের সিদ্দিকী। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজ

ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর ঐক্যফ্রন্টে যোগ দেওয়া না দেওয়ার বিষয়ে সোমবার (৫ নভেম্বর) জানা যাবে। ওইদিন সাড়ে ১২টার মধ্যে সংবাদমাধ্যমকে বিষয়টি পরিষ্কার করবেন এই নেতা। 

শনিবার (০৩ নভেম্বর) কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।  

পড়ুন>> গণতন্ত্রকে হত্যা করতে পারবে না: ড. কামাল 

কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার বিষয়ে সুলতান মনসুর আমাকে অনুরোধ করেছেন।

তার অনুরোধ আমি ফেলতে পারি না। আমি বলেছিলাম আজকে ঘোষণা দিবো। সাংবাদিকদেরও বলেছিলাম এ ঘোষণার কথা। কিন্ত আমি একটা দিন সময় নিতে চাই। আগামী পরশু (সোমবার) ঘোষণাটা দেবো।

‘৫ নভেম্বর সাড়ে ১২টার মধ্যে দলের লোকজন নিয়ে ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে আমার অবস্থান জানিয়ে আসবো। ’

ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন,  আপনাদের বিজয় হয়ে গেছে যেদিন আপনারা সংলাপে গেছেন। কারণ এক দিন আগেও সরকারের মন্ত্রীরা বলেছিলেন- ছালবাকলের সঙ্গে কোনো সংলাপ নয়।  আর আপনার চিঠির ২৪ ঘণ্টার মধ্যেই সাড়া দিয়েছেন। এখানেই আপনাদের জয়।

সভায় আরও বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বাক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুউল্লাহ চৌধুরী, কলামিস্ট আবুল মকসুদ, সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।