সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় যশোর শহরের কারবালা কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
দুপুর আড়াইটায় তরিকুল ইসলামের মরদেহবাহী হেলিকপ্টার যশোর বিমানবন্দরে অবতরণ করে।
বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে জানাজায় অংশ নেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।
যশোরে জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সহ-সাংগঠনিক সম্পাদক অমলেন্দু দাস অপু, জয়ন্ত কুমার কুন্ডু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারি হেলাল, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, ফারাজী মতিয়ার রহমান, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদি হাসান রুমি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, যশোর পৌরসভার সাবেক মেয়র ও নগর বিএনপি সভাপতি মারুফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, জাসদের কার্যকরি সভাপতি রবিউল আলম, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। এছাড়াও খুলনা বিভাগের দশ জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠন এবং যশোরের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
এর আগে, রোববার (০৪ নভেম্বর) বিকেল ৫টা ৫মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। রাতে ঢাকার শান্তিনগরের বাসভবনে প্রথম জানাজা হয়, সোমবার সকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় এবং দুপুরে জাতীয় সংসদের ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা হয়।
** যশোরে বিএনপি নেতা তরিকুল ইসলামের জানাজা সম্পন্ন
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
ইউজি/আরআইএস