ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঐক্যফ্রন্টের সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
ঐক্যফ্রন্টের সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা জাতীয় ঐক্যফ্রন্টের আয়োজিত সমাবেশ মঞ্চে চলছে সাংস্কৃতিক পরিবেশনা

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের আয়োজিত সমাবেশ মঞ্চে চলছে সাংস্কৃতিক পরিবেশনা।জাগরণী গান গেয়ে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে বিএনপি।

মঙ্গলবার (০৬ নভেম্বর) সকাল সোয়া ১১টায় সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান ঘোষণা করেন ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’ দিয়ে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

এরপর মনির খান ও বেবী নাজনীনের সুরে তাল মেলাতে শুরু করেন সমাবেশে অংশ নিতে এরইমধ্যে উদ্যানে উপস্থিত জাসাসের সদস্যরা। একে একে চলছে কবি নজরুলের কালজয়ী জাগরণী গান। মঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশন করছেন বিএনপিপন্থী শিল্পীরাও।

দুপুর ২টায় জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বনির্ধারিত সমাবেশ শুরু হবে। সমাবেশ থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা আদায়ে সরকারকে সময় বেঁধে দেওয়াসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা আসতে পারে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।