বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বুধবার (১৪ নভেম্বর) বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের একটি দল কার্যালয়ের দিকে আসার সময় অন্যায়ভাবে পুলিশ তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়।
রিজভী এসময় হামলাকারীদের ছবি গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর দলীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীরা আসবেন এটা স্বাভাবিক। পুলিশ এসব নেতাকর্মীদের গ্রেফতার করেছে। নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, তফসিলের পর কেন আক্রমণ? গণভবনের সামনে শোডাউন করলে আচরণবিধি লঙ্ঘন হয় না। বিএনপি অফিসের সামনে এলে হামলা, গ্রেফতার। আমরা এই সরকারের পদত্যাগ দাবি করছি।
নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি আরও বলেন, তফসিল ঘোষণা করলেন অথচ অস্ত্র জমার ব্যাপারে কেন নিশ্চুপ। আওয়ামী লীগ কর্মীদের কাছে বিপুল অবৈধ অস্ত্র আছে। এসব অস্ত্র কার নির্দেশে আপনারা জমার কথা বলছেন না।
সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
ইএআর/আরআর