বিএনপি নেতা আমিরুল ও বিএনপি কর্মী মিয়া গাজী সোমবার (১৯ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক রাফিয়া সুলতানা জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৩ অক্টোবর হাইকোর্ট তাদের চার সপ্তাহের জামিন দেন এবং পরে নিম্ন আদালতে জামিন আবেদন করার নির্দেশ দেন।
জানা গেছে, গত মাসে মুজিবনগর থানা পুলিশ হাতবোমা ও ধারালো অস্ত্রসহ বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় মোট ৪৭ জনের নামসহ বিএনপি-জামায়াতের দেড় শতাধিক নেতামকর্মীকে আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসআই