সোমবার (১৯ নভেম্বর) বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে ১০ জন সাবেক সেনা কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে ড. কামাল হোসেন অল্পসময়ের জন্য উপস্থিত ছিলেন।
এ সময় গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ১০ জন সাবেক সেনা কর্মকর্তা গণফোরামের মাধ্যমে আমাদের জোটে যোগ দিয়েছেন। আমরা একটি লড়াই সংগ্রামের মধ্যে আছি। এ দশজন লড়াইয়ে অবতীর্ণ হবেন। বিশেষ করে জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে শুভ পরিবর্তনের লক্ষ্যে আমরা ৩০ ডিসেম্বর নির্বাচনে যাচ্ছি। বাংলাদেশের জন্য ওই দিনটি চ্যালেঞ্জের।
সাবেক সেনা কর্মকর্তারা হলেন—লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলী, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শহিদুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ ফ ম নুরুদ্দিন, মেজর (অব.) মাসুদুল হাসান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) বদরুল আলম সিদ্দিকী, স্কোয়াড্রন লিডার (অব.) ফোরকান আলম খান, স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ, স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ।
গণফোরামে যোগ দিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবর বলেন, আমরা সবাই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দেশের এই ক্রান্তিকালে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি। ড. কামাল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এমএইচ/এমজেএফ