ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের ৩৬ টাকা দরে চাল কেনার সিদ্ধান্তে সিপিবির ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
সরকারের ৩৬ টাকা দরে চাল কেনার সিদ্ধান্তে সিপিবির ক্ষোভ সিপিবির লোগো

ঢাকা: আগামী ১ ডিসেম্বর থেকে সরকারিভাবে ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ আমন চাল কেনার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার (১৯ নভেম্বর) সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতারা বলেন, গতবছর সরকারিভাবে ৩৯ টাকা দরে চাল কেনা হলেও এবার তা তিন টাকা কমানো হয়েছে।

সরকারের এ সিদ্ধান্ত কৃষকবিরোধী। কম দামে চাল সংগ্রহের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে যুক্তি দেখানো হচ্ছে, তা একেবারেই অগ্রহণযোগ্য এবং কৃষক মারার আয়োজন মাত্র।  

‘গত বছরের তুলনায় মূল্যস্ফীতি বেড়েছে। ধানের উৎপাদন খরচও বেড়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে কৃষকের বেঁচে থাকার জন্য তার উৎপাদিত ধানের লাভজনক দাম নিশ্চিত করা। কিন্তু সরকার তার উল্টো পথে হাঁটছে। ’

এ সময় দলের পক্ষ থেকে গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।