ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রফিকুল ইসলাম মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
রফিকুল ইসলাম মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা: সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে হাজির করার পর বুধবার (২১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জামিন আবেদন করলে সেটি নামঞ্জুর হয়।

পরে রফিকুল ইসলাম মিয়াকে সুচিকিৎসা ও কারাগারে ডিভিশন দেওয়ার আবেদন জানালে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

এর আগে মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করেন মহানগর উত্তর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

তার আগে মঙ্গলবার দুপুরে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব।

আদেশে ১৯৫৭ সালের দুর্নীতি দমন আইনের ৪(২) ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ডসহ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।