ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাজা স্থগিত চেয়ে বিএনপির সাবেক ২ এমপির আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
সাজা স্থগিত চেয়ে বিএনপির সাবেক ২ এমপির আবেদন আব্দুল ওহাব ও ওয়াদুদ ভুঁইয়া

ঢাকা: দুর্নীতির অভিযোগে প্রাপ্ত সাজা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির সাবেক দুই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে আলাদা আবেদনে এই স্থগিতের আবেদন জমা দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি বলেন, আগামী রোববার (২৫ নভেম্বর) আবেদন দু’টি শুনানির জন্য কার্যতালিকায় থাকবে।

সাবেক দুই সংসদ সদস্য হলেন- খাগড়াছড়ির ওয়াদুদ ভুঁইয়া ও ঝিনাইদহের মো. আব্দুল ওহাব।  

আদালতে ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে আবেদন জমা দেন আইনজীবী একেএম ফখরুল ইসলাম ও মো. আবদুল ওহাবের পক্ষে আবেদন জমা দেন আইনজীবী মো. ওয়াজেদ আলী।  

এসময় দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না আদালতে উপস্থিত ছিলেন।  

খুরশীদ আলম খান জানান, আপিলের পর জামিন নিয়ে জরিমানা স্থগিত হলেও কারাদণ্ড স্থগিত হয়নি। তাই সাজা সাসপেন্ড চেয়ে আবেদন করেছেন তারা।

আমিন উদ্দিন মানিক জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, তথ্য গোপন ও দুর্নীতির মাধ্যমে ৬ কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করায় ওয়াদুদ ভুঁইয়াকে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন। তিনি এ বিষয়ে আপিল করে ২০০৯ সালের ২৮ এপ্রিল ২০০৯ সালে জামিন লাভ করেন।  

এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত ৯৩ লাখ ৩৬৯ টাকার সম্পদ অর্জন ও তথ্য গোপন করে মো. আবদুল ওহাবকে যশোর স্পেশাল জজ গত বছরের ৩০ অক্টোবর ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ত্রিশ হাজার টাকার জরিমানা  দিয়েছেন। তিনি এ বিষয়ে আপিল করেন ৬ ডিসেম্বর জামিন নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।