ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ড. কামালের সংবাদ সম্মেলন বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
ড. কামালের সংবাদ সম্মেলন বিকেলে

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন করবেন। শনিবার (০১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হবে। এতে জাতীয় ঐক্যফ্রন্টের অন্য নেতারাও উপস্থিত থাকবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অব্যাহত গ্রেফতার ও মামলার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে বলে জানিয়েছে জোটের সূত্র।

এর আগে শুক্রবার (৩০ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

গুলশানে বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ সংবাদ সম্মেলনের তথ্য জানান।

এছাড়া আগামী ৩ ডিসেম্বর (সোমবার) শীর্ষ নেতাদের বৈঠকে আসন বণ্টন ছাড়াও নির্বাচনী ইশতেহার, নির্বাচনী কৌশল নিয়েও আলোচনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ২ ডিসেম্বর (রোবববার) প্রার্থীদের যাচাই বাছাইয়ের পর জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এমএইচ/টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।