ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাশরাফির মনোনয়নপত্র বৈধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
মাশরাফির মনোনয়নপত্র বৈধ মাশরাফি বিন মর্তুজা: ফাইল ফটো

নড়াইল: জাতীয় ওয়ান ডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মনোনয়ন বৈধ্য ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও নড়াইল জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা।

রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এসময় নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফিসহ একাধিক প্রার্থীর মনোনয়নপত্রে কোনো গড়মিল বা সমস্যা না থাকায় সেগুলো বৈধ্য বলে ঘোষণা করা হয়।

বাকিদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। সারাদিন যাচাই-বাছাই চলবে।  মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।  ছবি: বাংলানিউজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করছেন জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরাসহ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। এসময় মনোনয়ন প্রত্যাশী ও প্রার্থীর পক্ষের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।  

উল্লেখ্য, নড়াইল-২ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।