ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অস্তিত্ব রক্ষার নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অস্তিত্ব রক্ষার নির্বাচন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় অতিথিরা

বরিশাল: বরিশালের উন্নয়নে ৩০ ডিসেম্বরের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যদা) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।

তিনি বলেন, যারা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় তাদের ভোট দেবেন, নাকি যারা উন্নয়ন করে তার ধারাবাহিকতা বজায় রাখতে ভোট দেবেন। সেই বিচার বিশ্লেষণ করতে হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার (০৭ ডিসেম্বর) সকালে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।  

এসময় তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী মৌলবাদী বিএনপি চক্র ক্ষমতায় গেলে আপনারা (আওয়ামী লীগ) কেউ বাঁচতে পারবেন না। এ নির্বাচন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অস্তিত্ব রক্ষার নির্বাচন। লড়াইয়ে বিজয়ী হয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলনায়তনে আয়োজিত সদর উপজেলা সভাপতি মনিরুল ইসলাম ছবির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, জেবুন্নেসা আফরোজ, বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদ ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সদর আসনের বিদায়ী এমপি জেবুন্নেছা আফরোজ আবেগাপ্লুত হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ৩০ ডিসেম্বর নৌকার বিজয় সু-নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়া সভায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

বাংলা‌দেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।