রোববার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা অবধি প্রায় আড়াইহাজারের বেশি নেতাকর্মী পদত্যাগ করেছেন। বিয়ষটি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল।
বাংলানিউজকে তিনি বলেন, তৃণমূলের দাবি ছিলো, এই আসনে আমাকে কিংবা অন্য কোনো বিএনপি নেতাকে মনোনয়ন দিতে হবে। প্রথমে আমায় মনোনয়ন দিলেও শেষ মুহূর্তে কেন্দ্র তৃণমূলের দাবির তোয়াক্কা না করে মুফতি
ওয়াক্কাসকে প্রার্থী দিয়েছে। এই সিদ্ধান্তে মনোনয়নের হিড়িক
পড়েছে।
সন্ধ্যার আগ পর্যন্ত প্রায় ২৫০০ নেতাকর্মীর বেশি পদত্যাগপত্র জমা দিয়েছে বলে জানান উপজেলা বিএনপির সভাপতি ইকবাল।
পদত্যাগকারী উল্লেখযোগ্য নেতারা হলেন, মণিরামপুর পৌর বিএনপি সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টু , সাধারণ সম্পাদক নিস্তার ফারুক, উপজেলা ছাত্রদলের
সভাপতি মোতাহারুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক নবিনুজ্জামান আজাদসহ আরো অনেকে।
এছাড়া উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে অধিকাংশ ইউনিয়নের সভাপতি-সম্পাদক এবং ওয়ার্ড বিএনপি মিলে প্রায় ২৫০০ নেতাকর্মী পদত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
ইউজি/এমএ