রোববার (০৯ ডিসেম্বর) ছিলো মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম হোসেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন- সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী (স্বতন্ত্র), শরীফুল কবীর স্বপন (জাসদ ইনু) এবং কল্যাণ পার্টির প্রার্থী সাহানা সুলতানা শীলা।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) সংসদীয় আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন- বিএনপি’র সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম (স্বতন্ত্র), ফরিদা ইয়াসমিন (বিএনপি), এবং বিএনপির আরেক প্রার্থী রাগিব রউফ চৌধুরী।
কুষ্টিয়া-৩ (সদর) সংসদীয় আসনে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন- আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা (স্বতন্ত্র), এবং বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন (বিএনপি)।
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) সংসদীয় আসনে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন- নুরুল ইসলাম আনসার প্রামাণিক (বিএনপি) এবং জাসদের রোকনুজ্জামান রোকন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়ার ৪টি আসনে ২৫ জন নির্বাচনে প্রতিযোগিতা করবেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
আরএ