ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
কুষ্টিয়ায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মনোনয়ন প্রত্যাহার করলেন যারা।

কুষ্টিয়া: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র ৩৫ প্রার্থীর মধ্যে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 

রোববার (০৯ ডিসেম্বর) ছিলো মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম হোসেন।

 

কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন- সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী (স্বতন্ত্র), শরীফুল কবীর স্বপন (জাসদ ইনু) এবং কল্যাণ পার্টির প্রার্থী সাহানা সুলতানা শীলা।  

কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) সংসদীয় আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন- বিএনপি’র সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম (স্বতন্ত্র), ফরিদা ইয়াসমিন (বিএনপি), এবং বিএনপির আরেক প্রার্থী রাগিব রউফ চৌধুরী।  

কুষ্টিয়া-৩ (সদর) সংসদীয় আসনে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন- আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা (স্বতন্ত্র), এবং বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন (বিএনপি)।  

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) সংসদীয় আসনে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন- নুরুল ইসলাম আনসার প্রামাণিক (বিএনপি) এবং জাসদের রোকনুজ্জামান রোকন।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়ার ৪টি আসনে ২৫ জন নির্বাচনে প্রতিযোগিতা করবেন।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।